Chapter-1 Penal Code

দন্ডবিধি, ১৮৬০

অধ্যায়-১

অপরাধের প্রয়োজনীয় উপাদান

দন্ডবিধি (Penal Code) একটি মূল আইন বা প্রতিকার মূলক আইন (Substantive Law)। ১৮৩৪ সালের গঠিত প্রথম আইন কমিশনের চেয়ারম্যান থমাস ব্যাবিংটন ম্যকলে দন্ডবিধির খসড়া তৈরী করেছিলেন। দন্ডবিধি ১৮৬০ সালের ৬ অক্টোবর প্রনয়ন করা হয়। আইনটি ১৮৬০ সালের ৪৫ নং আইন। দন্ডবিধিতে মোট ৫১১ টি ধারা আছে।

দোষযুক্ত মন (mens rea):

মেনস্ রিয়া (mens rea) একটি ল্যাটিন শব্দ যার ইংরেজী প্রতিশব্দ Guilty Mind এবং বাংলা অর্থে দোষযুক্ত মন বা খারাপ মন। ফৌজদারী অপরাধ সংঘটনের ক্ষেত্রে অপরাধী মনের উপস্থিতি আবশ্যক। দোষযুক্ত মনের অনুপস্থিতিতে ফৌজদারী অপরাধ সংঘটিত হয়না।

বিদেশে অপরাধ সংঘটনের ক্ষেত্রেঃ

দন্ডবিধির ৪ ধারায় বলা হয়েছে, বাংলাদেশের কোন নাগরিক কর্তৃক বাংলাদেশের মধ্যে কোন অপরাধ করলে যে বিচার হতো এরূপ অপরাধ বিদেশে, কোন জাহাজে বা কোন বিমানপোতে সংঘটন করলে তাকে বাংলাদেশে পেলে একইরূপে বিচার হবে এবং দণ্ডনীয় হবে।