বার কাউন্সিল পরীক্ষায় পাশ করতে
Law Onusilon যথেষ্ট
ঘরে বসে বার কাউন্সিল পরীক্ষার প্রস্তুতি নিন
Law Onusilon এ প্রস্তুতি নিয়ে
সফল ভাবে ২৫০০+ আইনজীবী উত্তীর্ণ হয়েছেন
আমাদের অনলাইন কোর্সের বিশেষত্বঃ
I passed MCQ exam of Bar Council this year. Thanks Allah and after that Law Onuilon.Their professionalism is excellent. Gratitude to all staff, members and their colleagues. I obtained my result only in 30 days by following Law Onuilon. Model test, Special Model test, subjective mcq, and special suggestions all are excellent. Thank u Law Onuilon. Best of luck.
I always concerned about preparation for Bar Council Exam. After getting this Apps information from one of my friend i install it & i feel confident about next Exam. Such a great example of modern e-learning. Highly RECOMMENDED.
স্মার্ট প্রশ্ন প্যাটার্ন, যেকোন সময়ে সাপোর্ট বা কোন প্রশ্ন থাকলে যথাযথ গাইডলাইন এবং প্রব্লেম থাকলে সেটা খুব গুরুত্ব সহকারে দেখা হয়। ব্যবহার ভালো লেগেছে। সব কিছু মিলিয়ে খুব ভালো লেগেছে আলহামদুলিল্লাহ।
নিজেকে প্রস্তুত / যাচাই করার সবচেয়ে ভালো উপায়। আমি অনেক উপকৃত হচ্ছি।
মানসম্মত সেবা প্রদান করার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
প্রিমিয়াম মেম্বারশিপ এ অপসন অনেক বেশি, অনেক উপকৃত হচ্ছি।
অধ্যায় ভিত্তিক পড়াশুনাঃ এই বাটনে বার কাউন্সিলের সিলেবাস অনুযায়ী প্রত্যেকটি বিষয়ের ধারা এবং বিশ্লেষণ সহ অধ্যায় ভিত্তিক লেকচার শীট দেওয়া আছে। প্রতিটি অধ্যায় পড়ার পরে ঐ অধ্যায়ের পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করার সুযোগ রয়েছে। প্রত্যেকটি অধ্যায়ে বার কাউন্সিল এবং BJS পরীক্ষার বিগত বছরের প্রশ্ন সহ সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। প্রতিটি বিষয়ের প্রত্যেকটি অধ্যায় পড়লে এবং পরীক্ষা দিলে খুব অল্প সময়ের মধ্যে আইন গুলো আপনার আয়ত্তে চলে আসবে। প্রতিটা পরীক্ষা দেওয়ার সাথে সাথেই স্বয়ংক্রিয় ভাবে ফলাফল এবং উত্তরপত্র পেয়ে যাবেন, আপনাকে রেজাল্টের জন্য অপেক্ষা করতে হবেনা।
অধ্যায় ভিত্তিক পরীক্ষাঃ এই বাটনে প্রত্যেকটি অধ্যায়ের অধ্যায় ভিত্তিক মডেল টেস্ট গুলো রয়েছে। মডেল টেস্ট গুলো আপনার যত বার ইচ্ছে তত বার অনুশীলন করতে পারবেন।
বিষয় ভিত্তিক পরীক্ষাঃ এই বাটনে প্রত্যেকটি বিষয়ের উপর মডেল টেস্ট দেওয়া আছে। একটি বিষয়ের সকল অধ্যায় পড়া এবং পরীক্ষা দেওয়া শেষ হয়ে গেলে ঐ বিষয়ের বিষয় ভিত্তিক মডেল টেস্ট অনুশীলন করবেন। আপনাকে রেজাল্টের জন্য অপেক্ষা করতে হবেনা, পরীক্ষা দেওয়ার সাথে সাথেই স্বয়ংক্রিয় ভাবে উত্তর পত্র সহ রেজাল্ট পেয়ে যাবেন। প্রত্যেকটি বিষয়ের মডেল টেস্ট যত বার ইচ্ছে তত বার দিতে পারবেন।
পূর্ণাঙ্গ মডেল টেস্টঃ এই বাটনে বার কাউন্সিল পরীক্ষার মান বন্টন অনুযায়ী সকল বিষয় থেকে ১০০ মার্কের ৪০+ পূর্ণাঙ্গ মডেল টেস্ট রয়েছে। আমাদের ৪০+ পূর্ণাঙ্গ মডেল টেস্ট অনুশীলন করলে আপনাকে যেভাবেই ৭ টি আইন থেকে প্রশ্ন করা হোক আপনি আত্মবিশ্বাসের সাথে উত্তর দিতে শিখবেন। আমাদের প্রতিটি মডেল টেস্টে ৪৫ মিনিট সময় নির্ধারণ করে দেওয়া আছে, যা আপনাকে মূল পরীক্ষায় ১ ঘন্টা সময়ের মধ্যে সকল প্রশ্নের উত্তর দেওয়ার বা টাইম ম্যানেজমেন্ট করার সিস্টেম শেখাবে। প্রত্যকটি মডেল টেস্ট পরীক্ষা শেষ করার সাথে সাথেই আপনার প্রাপ্ত স্কোর, কত সময়ের মধ্যে শেষ করতে পেরেছেন, ভুল এবং সঠিক উত্তর, অন্যদের সাথে প্রতিযোগিতায় আপনার পজিশন জানতে পারবেন। সকল পূর্ণাঙ্গ মডেল টেস্ট অনুশীলন করার পর আপনি যেমন স্কোর পাবেন বার কাউন্সিল আয়োজিত তালিকাভুক্তি পরীক্ষায় ও তেমন স্কোর আশা করতে পারবেন।
বিগত বছরের প্রশ্নঃ এই বাটনে বার কাউন্সিল আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষার বিগত বছরের প্রশ্ন গুলো দেওয়া আছে। বিগত বছরের প্রশ্ন সমূহ বার বার অনুশীলন করলে আপনার প্রস্তুতির মান স্বয়ংসম্পূর্ণ হবে। যখন একজন শিক্ষার্থী বিগত বছরের প্রশ্ন গুলো অনুশীলন করবে তখন তিনি খুব সহজেই বুঝতে পারবেন বার কাউন্সিল তালিকাভুক্তি পরীক্ষার ধরন কিরুপ হতে পারে। আপনি চাইলে যতবার ইচ্ছে তত বার ‘ল অনুশীলন’ এ বিগত বছরের প্রশ্ন সমূহ পরীক্ষা দিতে পারবেন।
সাপ্তাহিক মডেল টেস্টঃ প্রতি শনিবার আমরা রুটিন অনুযায়ী একটি সাপ্তাহিক পরীক্ষার আয়োজন করে থাকি।
এছাড়াও আমাদের আরো রয়েছে –
স্পেশাল মডেল টেস্ট
গুরুত্বপূর্ণ সাজেশন
লিখিত পরীক্ষার প্রস্তুতি
মৌখিক পরীক্ষার প্রস্তুতি
” প্রিয় আইন শিক্ষার্থী, আমাদের এই কোর্সটি যেভাবে সাজানো হয়েছে আপনি প্রতিদিন ১-২ ঘন্টা করে সময় দিলে খুব অল্প সময়ের মধ্যে বার কাউন্সিল সিলেবাস নিজের আয়ত্তে নিয়ে আসতে পারবেন। একজন আইন শিক্ষার্থীকে প্রস্তুত করা এবং তার স্বপ্ন বাস্তবায়ন করাই ‘ল অনুশীলন’ এর লক্ষ্য। এই লক্ষ্য অর্জনের জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে থাকি সেই সাথে আপনাদের ও চেষ্টা করতে হবে।”
কোন শিক্ষার্থী আমাদের সেবা যাচাই করার জন্য বিনামূল্যে প্রত্যেকটি বিষয়ের প্রথম অধ্যায় পড়তে পারবে এবং পরীক্ষা দিতে পারবে, বিষয় ভিত্তিক মডেল টেস্ট থেকে প্রত্যেকটি বিষয়ের প্রথম মডেল টেস্টটি দিতে পারবে, পূর্ণাঙ্গ মডেল টেস্ট থেকে প্রথম ৩ টি মডেল টেস্ট ফ্রি দিতে পারবেন। কোর্স যাচাই করুন
আপনি যে প্যাকেজে রেজেস্ট্রেশন করতে আগ্রহী সেই প্যাকেজের Sign Up বাটনে ক্লিক করুন।
কিভাবে রেজিস্ট্রেশন করবেন না বুঝলে WhatsApp এ ইনবক্স করুন অথবা কল করুন – 01616552355 এই নাম্বারে
বার কাউন্সিল সিলেবাস অনুযায়ী * অধ্যায় ভিত্তিক আলোচনা * অধ্যায় ভিত্তিক মডেল টেস্ট * বিষয় ভিত্তিক মডেল টেস্ট * 40+ পূর্ণাঙ্গ মডেল টেস্ট * স্পেশাল মডেল টেস্ট * গুরুত্বপূর্ণ সাজেশন * বিগত বছরের প্রশ্ন সমূহ * সাপ্তাহিক পরীক্ষা * লিখিত পরীক্ষা প্রস্তুতি * ভাইভা পরীক্ষা প্রস্তুতি * প্রস্তুতি সংক্রান্ত পরামর্শ * হেল্পলাইন সেবা বার কাউন্সিল সিলেবাস অনুযায়ী * অধ্যায় ভিত্তিক আলোচনা * অধ্যায় ভিত্তিক মডেল টেস্ট * বিষয় ভিত্তিক মডেল টেস্ট * 40+ পূর্ণাঙ্গ মডেল টেস্ট * স্পেশাল মডেল টেস্ট * গুরুত্বপূর্ণ সাজেশন * বিগত বছরের প্রশ্ন সমূহ * সাপ্তাহিক পরীক্ষা * লিখিত পরীক্ষা প্রস্তুতি * ভাইভা পরীক্ষা প্রস্তুতি * প্রস্তুতি সংক্রান্ত পরামর্শ * হেল্পলাইন সেবা আমাদের সেবা যাচাই করার জন্য সীমিত * আলোচনা ও মডেল টেস্ট * ৩ টি পূর্ণাঙ্গ মডেল টেস্ট * প্রস্তুতি সংক্রান্ত পরামর্শ * হেল্পলাইন সেবা