Bar Council MCQ Model Test

পূর্ণাঙ্গ মডেল টেস্ট

প্রত্যেকটি মডেল টেস্ট অনুশীলন করে নিজের প্রতি আত্মবিশ্বাস তৈরী করুন

যেহেতু বার কাউন্সিল পরীক্ষায় আপনি ১০০ টি প্রশ্নের জন্য ১ ঘন্টা সময় পাবেন সেহেতু আমরা আপনাকে প্রস্তুত করতে ৪৫ মিনিট সময় দিচ্ছি। প্রত্যেকটি মডেল টেস্ট সম্পন্ন করে ফলাফল টি ভালো করে দেখে নিন, কোন বিষয়ে কত % মার্কস পেয়েছেন এবং View Question এ প্রেস করে দেখে নিন আপনি কোন প্রশ্ন গুলোতে ভুল করেছেন । পুনরায় আবার মডেল টেস্ট টি দিতে চাইলে Restart Quiz এ প্রেস করুন। 

মনে রাখবেনঃ আইন হচ্ছে বোঝার বিষয় অতএব, মুখস্ত না করে বার বার অনুশীলন করে নিজেকে দক্ষ করুন।