Law Onusilon একটি আইন শিক্ষা বিষয়ক ই-লারনিং পোর্টাল। যেখানে এর সংশ্লিষ্ট কনটেন্টগুলো একজন ভিজিটর তা ভিজিট করতে পারবেন কীনা, তা প্রতিষ্ঠান তথা ‘ল অনুশীলন’ [Law Onusilon] কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত হয়ে থাকে। যে সমস্ত শর্তের অধীনে এই প্লাটফর্মের মেম্বারশিপ ক্যাটেগরি গুলো কার্যকর আছে তা নিম্নোক্ত ধরণে চলতে থাকবে পরবর্তী কোনো সংশোধনী না আনা পর্যন্ত। এই শর্তগুলো ১ জুলাই, ২০২৪ থেকে কার্যকর থাকবে। এই শর্তগুলো ‘ল অনুশীলন’ কর্তৃপক্ষ যেকোনো সময় সংশোধনের অধিকার রাখে।
প্রিমিয়াম মেম্বার (বার কাউন্সিল পরীক্ষা):
এই ক্যাটেগরির মেম্বারগণ সাধারণভাবে-
১ বছরের জন্য – ১৮০০/- [এক হাজার আট শত টাকা মাত্র] এবং
৬ মাসের জন্য – ১২০০/- [এক হাজার দুই শত টাকা মাত্র]
পরিশোধ করে অনলাইনে নিবন্ধিত হতে পারবেন যেখানে নিম্নোক্ত প্রকারে ও ধরনে সেবা সমূহ নিতে পারবেন-
১) বার কাউন্সিল সিলেবাস অনুযায়ী প্রত্যেকটি বিষয়ের অধ্যায় ভিত্তিক আলোচনা পড়তে পারবেন এবং মডেল টেস্ট দিতে পারবেন
২) বার কাউন্সিল সিলেবাস অনুযায়ী প্রত্যেকটি বিষয়ের উপর বিষয় ভিত্তিক মডেল টেস্ট দিতে পারবেন
৩) বার কাউন্সিল সিলেবাস অনুযায়ী সকল বিষয় থেকে 40+ পূর্ণাঙ্গ মডেল টেস্ট অনুশীলন করতে পারবেন
৪) বিগত বছরের বার কাউন্সিল পরীক্ষার প্রশ্ন সমূহ অনুশীলন করতে পারবেন
৫) স্পেশাল মডেল টেস্ট অনুশীলন করতে পারবেন
৬) গুরুত্বপূর্ণ সাজেশন অনুশীলন করতে পারবেন
৭) সাপ্তাহিক পরীক্ষায় অংশ গ্রহন করতে পারবেন
৮) লিখিত পরীক্ষা প্রস্তুতি নিতে পারবেন
৯) মৌখিক পরীক্ষা প্রস্তুতি নিতে পারবেন
১০) প্রস্তুতি সংক্রান্ত পরামর্শ নিতে পারবেন
১১) আমাদের হেল্পলাইন সেবা নিতে পারবেন
** ল অনুশীলন কর্তৃপক্ষ যে কোন সময় প্রিমিয়াম মেম্বার (বার কাউন্সিল পরীক্ষা) কোর্স ফি বাড়াতে বা কমাতে পারেন।**
ফ্রী মেম্বার (বার কাউন্সিল পরীক্ষা):
এই ক্যাটেগরির মেম্বারগণ সম্পূর্ণ বিনামূল্যে আমাদের সেবা যাচাই করার জন্য –
১) প্রত্যেকটি বিষয়ের প্রথম অধ্যায় পড়তে পারবেন এবং পরীক্ষা দিতে পারবেন।
২) বিষয় ভিত্তিক মডেল টেস্ট থেকে প্রত্যেকটি বিষয়ের শুধুমাত্র প্রথম মডেল টেস্ট দিতে পারবেন
৩) পূর্ণাঙ্গ মডেল টেস্ট থেকে শুধুমাত্র প্রথম ৩ টি মডেল টেস্ট দিতে পারবেন।
৪) বিগত বছরের প্রশ্ন সমূহ থেকে শুধু মাত্র একটি পরীক্ষা অনুশীলন করতে পারবেন।
৫) প্রতি সাপ্তাহের শনিবার সাপ্তাহিক পরীক্ষায় অংশ গ্রহন করতে পারবেন।
৬) প্রস্তুতি সংক্রান্ত পরামর্শ নিতে পারবেন
৭) আমাদের হেল্পলাইন সেবা নিতে পারবেন
(উক্ত প্যাকেজ ছাড়াও Law Onusilon কর্তৃপক্ষ বিভিন্ন সময়ে সাময়িক বা কাস্টমাইজ প্যাকেজ অফার করতে পারে)
একাউন্ট ব্যবহারের নীতিমালাঃ
ল অনুশীলন ই-লারনিং পোর্টালে রেজিস্ট্রেশন করা একটি একাউন্ট একজন ইউজার ব্যবহার করতে পারবেন। একটি একাউন্ট একাধিক ইউজার ব্যবহার করলে একাউন্ট ব্যান হয়ে যাবে, সে ক্ষেত্রে ল অনুশীলন কর্তৃপক্ষের কিছুই করার থাকবেনা।
কোন ইউজার ল অনুশীলন এর কোন তথ্য বা উপাত্ত কপি করলে, অন্য কোন ব্যাক্তির সাথে শেয়ার করলে বা অসৎ উদ্দেশ্যে ব্যবহার করলে কর্তৃপক্ষ উক্ত ইউজারের মেম্বারশিপ যে কোন সময় বাতিল করতে পারেন।
লেনদেনের শর্তাবলী ও নিয়মসমূহঃ
প্রিমিয়াম মেম্বার একাউন্ট নিবন্ধন করার সময় আবেদনকারীকে আমাদের ওয়েব সাইট বা অ্যাপ এ প্রদর্শিত পেমেন্ট সিস্টেম এর মাধ্যমে কোর্স ফি প্রদান করতে হবে এবং আমাদের হেল্প লাইন (01616 55 23 55) নম্বরে কল করে পেমেন্ট নিশ্চিত করতে হবে। পেমেন্ট নিশ্চিত করার পর প্রিমিয়াম মেম্বার একাউন্ট নিবন্ধন সম্পন্ন হবে এবং নিবন্ধনকারী প্রিমিয়াম মেম্বার সেবা সম্পূর্ণভাবে ব্যবহার করতে পারবেন।
app ব্যবহারের নীতিমালাঃ
Law Onusilon app এর মাধ্যমে একজন ব্যবহারকারী আমাদের ই-লারনিং পোর্টালে প্রদত্ত সকল সেবা মেম্বারশিপ ক্যাটেগরি অনুযায়ী উপভোগ করতে পারবেন। Law Onusilon app ব্যবহারের ক্ষেত্রে ব্যবহারকারীদের উদ্দেশ্যে বিভিন্ন সময়ে মডেল টেস্ট ও পাঠ নির্দেশনার জন্য বিভিন্ন ব্যাপারে ‘ল অনুশীলন’ কর্তৃপক্ষের কাছ থেকে গুরুত্বপূর্ণ নোটিফিকেশন যাবে।
Law Onusilon সেবা ব্যবহারের নীতিমালাঃ
Law Onusilon সেবা ব্যাবহার করার সময় সেবা গ্রহণকারীর নিকট কোন লেকচারসিট এবং প্রশ্ন ও উত্তর ভুল মনে হলে তা স্ক্রিনসর্ট সহ Law Onusilon হেল্পলাইনে (01616552355) WhatsApp ম্যাসেজের মাধ্যমে জানাতে হবে। উক্ত স্ক্রিনসর্ট আইন বিশেষজ্ঞ শিক্ষক মন্ডলী যাচাই বাছাই করে তা সংশোধন করা প্রয়োজন মনে করলে সংশোধন করবেন এবং অভিযোগকারীকে Law Onusilon সাপোর্ট টিম উক্ত বিষয়ে সঠিক সমাধান জানাবেন। Law Onusilon এর সকল লেকচারসিট এবং প্রশ্ন ও উত্তর মূল আইনের আলোকে Law Onusilon এর আইন বিশেষজ্ঞ শিক্ষক মন্ডলী বিভাগ প্রস্তুত করে থাকেন এবং Law Onusilon এর তথ্য-প্রযুক্তি বিভাগ উক্ত লেকচারসিট এবং প্রশ্ন ও উত্তর সফটওয়্যারের মধ্যে এন্ট্রি করে থাকেন। তথ্য-প্রযুক্তি বিভাগ সফটওয়্যারের বিষয়ে বিশেষজ্ঞ, আইন বিষয়ে অভিজ্ঞ নন। অতএব তথ্য-প্রযুক্তি বিভাগ কোন লেকচারসিট এবং প্রশ্ন ও উত্তর Law Onusilon সফটওয়ারে এন্ট্রি করার সময় ভুল করলে তা কর্তৃপক্ষকে জানাতে হবে।
Law Onusilon এর বিরুদ্ধে কোন সেবা গ্রহীতা বা ব্যাবহারকারী কোন ধরনের মামলা বা আইনি ব্যাবস্থা গ্রহন করতে পারবেনা।
SMS এবং Email নোটিফিকেশনঃ
বিভিন্ন মডেল টেস্ট ও পাঠ নির্দেশনার জন্য বিভিন্ন ব্যাপারে ‘ল অনুশীলন’ কর্তৃপক্ষের কাছ থেকে বিভিন্ন সময়ে মোবাইল এসএমএস এবং ইমেইল যাবে ব্যবহারকারীদের উদ্দেশ্যে। মোবাইল এসএমএস দিনে অথবা রাতের যেকোনো সময় যেতে পারে। মেম্বার চাইলে ইমেইল নোটিফিকেশন আনসাবস্ক্রাইব করতে পারবেন।
কপিরাইটঃ
ল অনুশীলন এর কোন তথ্য উপাত্ত, ছবি, ভিডিও অথবা কোন মার্ক অনুমতি ব্যাতীত ব্যবহার করলে ল অনুশীলন কর্তৃপক্ষ আইনি ব্যাবস্থা গ্রহন করতে পারেন।