Evidence Act (Subject wise MCQ)

সাক্ষ্য আইন, ১৮৭২

প্রত্যেকটি মডেল টেস্ট অনুশীলন করে নিজের প্রতি আত্মবিশ্বাস তৈরী করুন

আপনি যদি এই বিষয়ের সকল অধ্যায় ভালো করে পড়ে থাকেন এবং প্রত্যেকটি অধ্যায়ের পরীক্ষা অনুশীলন করে থাকেন তাহলে আপনি প্রত্যেকটি মডেল টেস্টে ভালো স্কোর পাবেন। প্রত্যেকটি মডেল টেস্ট সম্পন্ন করে ফলাফল টি ভালো করে দেখুন এবং View Question এ প্রেস করে দেখে নিন আপনি কোন প্রশ্ন গুলোতে ভুল করেছেন। পুনরায় আবার মডেল টেস্ট টি দিতে চাইলে Restart Quiz এ প্রেস করুন। আপনার মেরিট পজিশন জানতে Leader Board এ প্রেস করুন। 

মনে রাখবেনঃ আইন হচ্ছে বোঝার বিষয় অতএব, মুখস্ত না করে বার বার অনুশীলন করে নিজেকে দক্ষ করুন।

বিঃ দ্রঃ সকল বিষয়ের বিষয় ভিত্তিক মডেল টেস্ট অনুশীলন শেষ করে পূর্ণাঙ্গ মডেল টেস্ট অনুশীলন করে নিজেকে প্রস্তুত করুন।নিজেকে প্রস্তুত করার জন্য অনুশীলনের বিকল্প নেই। বার কাউন্সিল আইনজীবী তালিকা ভুক্তি পরীক্ষার আগে সকল বিষয়ের গুরুত্বপূর্ণ মডেল টেষ্ট অন্তর্ভুক্ত করা হবে।