তামাদি শব্দটি একটি আরবি ভাষা। তামাদি শব্দের অর্থ সর্বোচ্চ সময়। তামাদি আইন একটি বিধিবদ্ধ আইন। সর্বপ্রথম ১৮৫৯ সালে তামাদি আইন পাশ করা হয় এবং ১৮৬২ সালে আইনটি প্রথম চালু করা হয়। পরবর্তীতে ১৮৫৯ সালের তামাদি আইন পরিবর্তন করে ১৮৭১ সালে প্রবর্তন করা হয়। পরবর্তীতে ১৮৭১ সালের তামাদি আইন পরিবর্তন করে ১৮৭৭ সালে প্রবর্তন করা হয়। পরবর্তীতে ১৮৭৭ সালের তামাদি আইন পরিবর্তন করে ১৯০৮ সালের ৭ আগষ্ট প্রবর্তন করা হয় যা বর্তমানে বাংলাদেশে প্রযোজ্য। এটি ১৯০৮ সালের ৯ নং আইন। উক্ত আইনটি ১৯০৯ সালের ১লা জানুয়ারী থেকে কার্যকর হয়। এই আইনে মোট ৩২ টি ধারা ছিল সেখান থেকে ৩ টি ধারা বাতিল হয়েছে। বর্তমানে এই আইনে ২৯ টি ধারা আছে এবং ১৮৩ টি অনুচ্ছেদ আছে।