Chapter-1 CPC

দেওয়ানী কার্যবিধি, ১৯০৮

অধ্যায়-১

দেওয়ানী কার্যবিধির প্রয়োগ ও পরিধি

দেওয়ানী কার্যবিধিতে মূলত দেওয়ানী আদালত সমূহ কি প্রক্রিয়ায় বিচার কাজ পরিচালনা করবে সে বিষয়ে আলোচনা করা হয়েছে। দেওয়ানী বিচারাধিকার সম্পন্ন আদালত সমূহের কার্যপ্রণালী সম্পর্কিত আইনসমূহ একত্রিকরন ও সংশোধন করার জন্য এই আইন প্রনয়ন করা হয়েছে। কোন বিষয়ের অধিকার বা স্বত্ব নিয়ে কোন প্রশ্ন উত্থাপন হলে তা দেওয়ানী আদালতের বিষয়বস্তু হয়ে দাড়ায় এবং উক্ত বিষয়বস্তু দেওয়ানী কার্যবিধির প্রয়োগ করে নিষ্পত্তি করা হয়। দেওয়ানী কার্যবিধি একটি পদ্বতিগত আইন (Procedural Law বা Adjective Law)। কারন, দেওয়ানী মোকদ্দমা নিষ্পত্তি করার ক্ষেত্রে দেওয়ানী কোর্টসমূহ যে পদ্বতি অনুসরণ করবে, মোকদ্দমার পক্ষসমূহ যে পদ্বতিতে মোকদ্দমা দায়ের করবে, মোকদ্দমার পক্ষগন যে পদ্বতিতে আরজি এবং লিখিত জবাব দাখিল করবে, সমন জারির পদ্বতি, পক্ষসমূহের শুনানির সময় উপস্থিতি, রায় ঘোষনা, ডিক্রি জারি, আপীল, রিভিউ এবং রিভিশন পদ্বতি সমূহ দেওয়ানী কার্যবিধিতে আলোচনা করা হয়েছে।

দেওয়ানী কার্যবিধি প্রনয়নঃ

সর্ব প্রথম ১৮৫৯ সালে সিভিল কোড বিধিবদ্ধ (Codified) করা হয়। ১৯০৮ সালে দেওয়ানী কার্যবিধি প্রনয়ন করা হয় এবং ১৯০৯ সালের ১লা জানুয়ারী থেকে আইনটি কার্যকর করা হয়।

* দেওয়ানী কার্যবিধি সর্বশেষ সংশোধন করা হয় ২০১৭ সালের ২৫, জানুয়ারী। 

ধারা, আদেশ এবং বিধিঃ

দেওয়ানী কার্যবিধিতে ২ টি অংশ রয়েছে, প্রথম অংশে ধারা এবং দ্বিতীয় অংশে তফসিল (Schedule) এর উল্লেখ রয়েছে। 

তফসিল সমূহঃ 

বর্তমানে সর্বমোট ৩ টি তফসিল বলবৎ রয়েছে এবং ২ টি তফসিল বাতিল হয়েছে।

প্রথম তফসিল আদেশ ও বিধিসমূহ (মোট ৫১ টি আদেশ এবং প্রত্যেক আদেশের অধীন বিধি আছে)
দ্বিতীয় তফসিলবাতিল 
তৃতীয় তফসিলকালেক্টর কর্তৃক ডিক্রি জারি 
চতুর্থ তফসিলসংশোধিত আইনসমূহ 
পঞ্চম তফসিলবাতিল 

দেওয়ানী কার্যবিধিতে মোট ১৫৮ টি ধারা রয়েছে। দেওয়ানী কার্যবিধির ধারাসমূহ শুধুমাত্র জাতীয় সংসদ সংশোধন করতে পারে [ বাংলাদেশ সংবিধানের ৬৫ (১) অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদ সকল আইন প্রণয়ন ও সংশোধনের ক্ষমতা রাখে ]। দেওয়ানী কার্যবিধি, ১৯০৮ এর ১২২ ধারা অনুযায়ী সুপ্রীম কোর্টের দেওয়ানী কার্যবিধির বিধি প্রণয়ন ও সংশোধন করার ক্ষমতা রয়েছে।  

গুরুত্বপূর্ণ বিষয় সমূহঃ

  • দেওয়ানী কার্যবিধি একটি পদ্বতিগত বা কার্যপ্রণালী সংক্রান্ত আইন।
  • দেওয়ানী কার্যবিধি ১৯০৮ সালের ৫নং আইন
  • সর্বপ্রথম বিধিবদ্ধ হয়- ১৮৫৯ সালে
  • আইনটি প্রণয়ন করা হয়- ১৯০৮ সালে
  • আইনটি কার্যকর করা হয়- ১৯০৯ সালের ১লা জানুয়ারী
  • দেওয়ানী কার্যবিধি সর্বশেষ সংশোধন করা হয় ২০১৭ সালের ২৫, জানুয়ারী
  • মোট ধারা- ১৫৮ টি
  • মোট আদেশ- ৫১ টি
  • মোট তফসিল- ৩ টি (বর্তমানে বলবৎ আছে)