বাংলাদেশ বার কাউন্সিল আদেশ, ১৮৯৮
টেস্ট- ১
প্রশ্নঃ-১) বাংলাদেশ বার কাউন্সিল কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯৭২ সালে।
প্রশ্নঃ-২) বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য সংখ্যা কত জন?
উত্তরঃ ১৫ জন।
প্রশ্নঃ-৫) বাংলাদেশ বার কাউন্সিলের সভাপতি কে হবেন?
উত্তরঃ এটর্ণী জেনারেল।
প্রশ্নঃ-৬) দি বাংলাদেশ লিগ্যাল প্রাক্টিশনারস এন্ড বার কাউন্সিল অর্ডার এন্ড রুলস, ১৯৭২ কে কি বলা হয়?
উত্তরঃ প্রেসিডেন্ট আদেশ।
প্রশ্নঃ-৭) বাংলাদেশ বার কাউন্সিল আদেশ হচ্ছে?
উত্তরঃ President বা রাষ্ট্রপতির আদেশ।
প্রশ্নঃ-৮) বাংলাদেশ বার কাউন্সিল কাদের জন্য গঠিত হয়েছে?
উত্তরঃ শুধুমাত্র আইনজীবীদের জন্য।
প্রশ্নঃ-৯) বার কাউন্সিল আদেশ কে পরিবর্তন করতে পারে?
উত্তরঃ জাতীয় সংসদ।
প্রশ্নঃ-১০) বার কাউন্সিল বিধি বা রুল পরিবর্তন করতে পারে কে?
উত্তরঃ বার কাউন্সিল।
প্রশ্নঃ-১২) বার কাউন্সিল নিয়ন্ত্রন করে কে?
উত্তরঃ সরকার।
প্রশ্নঃ-১৩) বার কাউন্সিল সচিব নিয়োগ করে কে?
উত্তরঃ সরকার।
প্রশ্নঃ-১৪) এটর্ণী জেনারেল কি ট্রাইব্যুনালের সদস্য হতে পারবেন?
উত্তরঃ সদস্য হতে পারবেন না।
প্রশ্নঃ-১৬) বার কাউন্সিল কতটি ট্রাইব্যুনাল গঠন করতে পারে?
উত্তরঃ এক বা একাধিক।
প্রশ্নঃ-১৭) বাংলাদেশ বার কাউন্সিল আদেশ, ১৯৭২ এ কতগুলো অনুচ্ছেদ রয়েছে?
উত্তরঃ ৪৬টি অনুচ্ছেদ।
প্রশ্নঃ-২০) বাংলাদেশ বার কাউন্সিল আদেশ, ১৯৭২ এর বিধিমালা ও ফরমগুলিকে কে পরিবর্তন করতে পারেন?
উত্তরঃ বাংলাদেশ বার কাউন্সিল।
প্রশ্নঃ-২১) বার কাউন্সিল সচিব হতে পারে কে?
উত্তরঃ জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ।
প্রশ্নঃ-২৩) বাংলাদেশ বার কাউন্সিল আদেশ, ১৯৭২ কোন ধরনের আইন?
উত্তরঃ পদ্ধতিগত এবং মূল আইন উভয়ই।
প্রশ্নঃ-২৫) বার কাউন্সিলের নির্বাচিত সদস্য সংখ্যা কত জন?
উত্তরঃ ১৪ জন।
প্রশ্নঃ-২৬) বার কাউন্সিলের চেয়ারম্যান কে?
উত্তরঃ অ্যাটর্নি জেনারেল।
প্রশ্নঃ-২৭) অ্যাটর্নি জেনারেল কোন ক্ষমতাবলে বার কাউন্সিলের চেয়ারম্যান?
উত্তরঃ পদাধিকার বলে।
প্রশ্নঃ-৩১) ট্রাইব্যুনালের চেয়ারম্যান কে হবেন?
উত্তরঃ আইন পেশায় যিনি জ্যৈষ্ট আইনজীবী।
প্রশ্নঃ-৩৭) এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যানকে কে নিয়োগ দিয়ে থাকেন?
উত্তরঃ প্রধান বিচারপতি।
প্রশ্নঃ-৩৮) বার কাউন্সিলের নির্বাচন কখন অনুষ্ঠিত হয়?
উত্তরঃ যে বছর বার কাউন্সিলের মেয়াদ শেষ হবে সে বছরের মে মাসের ৩১ তারিখ বা তার পূর্বে।
প্রশ্নঃ-৩৮) পদাধিকার বলে এর ইংরেজী কি?
উত্তরঃ Ex officio
প্রশ্নঃ-৩৯) বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান কিভাবে নির্বাচিত হয়?
উত্তরঃ নির্বাচিত সদস্যদের ভোটের মাধ্যমে।
প্রশ্নঃ-৪৩) একজন আইনজীবী বার কাউন্সিল নির্বাচনে কয়টি ভোট প্রদান করেন?
উত্তরঃ ৮টি। (সমগ্র বাংলাদেশের প্রার্থীদের জন্য ৭টি এবং আঞ্চলিক প্রার্থীর জন্য ১টি)
প্রশ্নঃ-৪৪) বার কাউন্সিলের কাজ কি?
উত্তরঃ বার কাউন্সিলের কাজগুলো হচ্ছেঃ আইনজীবীদের তালিকাভুক্ত করা, আইনজীবীদের তালিকাভুক্তির জন্য পরীক্ষা গ্রহণ করা, আইনজীবীদের তালিকা প্রণয়ন ও সংরক্ষণ করা, আইনজীবীদের তালিকা হইতে অপসারণ, আইনজীবীদের জন্য প্রয়োজনীয় বিধি প্রণয়ন, আইনজীবীদের বিরুদ্ধে অসদাচরনের অভিযোগ প্রহণ, বিচার এবং শাস্তি প্রদান করা, আইনজীবীদের সুযোগ সুবিধা ও স্বার্থ সংরক্ষন করা, আইনজীবীদের আইন শিক্ষার উন্নয়ন করা এবং বার কাউন্সিল নির্বাচন করা।
প্রশ্নঃ-৪৮) বার কাউন্সিল অর্ডার, ১৯৭২ এর কত নং অনুচ্ছেদে বার কাউন্সিলকে সংজ্ঞায়িত করা হয়েছে?
উত্তরঃ ২(খ) অনুচ্ছেদে।