Limitation Act Viva Voce Test-1

তামাদি আইন, ১৯০৮

টেস্ট- ১

উত্তরঃ কোন কিছু বিলুপ্ত হওয়া বা বাধা প্রাপ্ত হওয়া।

উত্তরঃ বাদী বা বিবাদীর আদালতের প্রতি স্বেচ্ছাচারিতা প্রতিরোধ করা।

উত্তরঃ বাদী বা দরখাস্তকারীর বিরুদ্ধে গণনা হয়।

উত্তরঃ টাকা দেবার আদেশ।

উত্তরঃ আলো-বাতাসের অধিকার, পানি নিষ্কাশনের অধিকার, পথ চলাচলের অধিকার ইত্যাদি।

উত্তরঃ সকল রিভিউ, আপিল, রিভিশন এবং দেওয়ানী মূল মোকদ্দমায়।

উত্তরঃ যে পক্ষ তামাদির সুবিধা দাবি করেন তার উপর বর্তায়।

উত্তরঃ বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪, অর্থঋন আদালত আইন, ২০০৩।

উত্তরঃ মোকদ্দমা দায়েরের ক্ষেত্রে কখনও মেয়াদ তামাদি হবে না।

উত্তরঃ প্রয়োগের বিধান থাকলে প্রযোজ্য হবে অন্যথায় নয়।

উত্তরঃ দেওয়ানী মূল মোকদ্দমা এবং দেওয়ানী ও ফৌজদারী আপিল, রিভিউ, রিভিশন এবং বিবিধ দরখাস্তের ক্ষেত্রে।

উত্তরঃ তামাদি আইনের ৫ ধারার বিধান মতে বিলম্ব মওকুফের আবেদন করতে হবে।

উত্তরঃ শুধুমাত্র মূল মোকদ্দমা এবং ডিক্রি জারির দরখাস্তের বেলায় প্রযোজ্য।

উত্তরঃ তামাদি আইনের ১২ ধারার বিধান মতে।

উত্তরঃ নতুন মোকদ্দমা দায়ের করতে হলে তামাদি আইনের ১৪ ধারা মোতাবেক আরজির সঙ্গে বিলম্ব মওকুফের আবেদন করতে হবে।

উত্তরঃ তামাদির মেয়াদ নতুন করে শুরু হওয়া।

উত্তরঃ লিখিত প্রাপ্তি স্বীকারের ফলে, অবিরাম চুক্তি ভঙ্গের ফলে এবং আংশিক দেনা পরিশোধের ফলে।

উত্তরঃ স্বীকৃতিটি লিখিত হতে হবে, স্বীকৃতিটি করতে হয় তামাদির মেয়াদ উর্ত্তীণ হবার আগে, স্বীকৃতিটি দায় স্বীকৃত হতে হবে।

উত্তরঃ নির্ধারিত সময়ের মধ্যে মোকদ্দমা দায়ের করা।

উত্তরঃ দেওয়ানী মূল মোকদ্দমা, আপিল, রিভিশন এবং বিশেষ দরখাস্ত দাখিলের ক্ষেত্রে।

উত্তরঃ ফৌজদারী মূল মামলার ক্ষেত্রে।

উত্তরঃ যে দিন নালিশের কারণ আরম্ভ হয় সেদিন থেকে।

উত্তরঃ তামাদি আইনের ২৬ ধারায়।

উত্তরঃ তামাদি আইনের ৩ অনুচ্ছেদ মোতাবেক বেদখলের তারিখ হতে ৬ মাসের মধ্যে।